দীপঙ্কর বেরা

dipankar

বক্তব্য অসীম 

কথা বহুমুখী ব্যপ্তির বিন্যাসে
বক্তৃতা উঠে ভাবুক আলস্যে ,
প্রত্যয়ী সুখের অগ্রণী অভিন্নে
বিরক্তি আসে নাগরিক মনে ;
উৎসাহ দিতে আপ্লুত হাওয়া
লুকানো অস্ত্রে সাজে সাঁজোয়া।
সাযূজ্য নেই পন্থার রূপান্তরে
নিরন্ন জনমত তাও সমস্বরে।
যৌথ বিষয়ে একক ভাবনার
স্রোতের ঝোঁক কেবল চলার,
প্রচ্ছদে থাকে খুব আয়োজন
বাকিটা কেবল অনীহার গড়ন;
আশাতেও দেখি ফুলঝুরি মাথা
এমনি সর্বনাশা আলোর ধাঁধাঁ।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ