ক্রাইসিস
হাতের রেখা খসিয়ে ফেলছে আয়ু
বোতলের মুখ ছিপি খুলে উলটায়
দেয়ালে ছুপিয়ে আমুদে আঙুল ছাপ
ফুরফুরে আমি ক্রাইসিস ঘোষণায় -
অবহেলা দিয়ে শুরু করা ফুরসত
লিখে যেতে চায় গল্পের ঠিকানা
যদি মিশে যায় শহরের গলিপথে
যদি ফেলে যায় রক্তের নিশানা
যদি দূরে যায় জাহাজ বাঁশিতে বেজে
টুকরো করে দেয়া কথা, চেনা সুখ
ভালোবাসা দিও ছিটিয়ে দেবার ছলে
অথবা পশমে ঢেকে রেখো শীতমুখ
এসব কথা আরো কা'কে জানিওনা
জানবে হাঁটার পায়ের পথের ধূলো
রঙিন ফ্রেমের পেরেকে প্রবল ঘৃণা-
ঝুলিয়ে ঝালিয়ো জমা থাকা চালচুলো
যে পাখি পালকে এঁকেছে রঙিন রাত
শ্রী ভৃগুর খাতায় ভুল ছক-এ জ্যামিতি
ঝড়কে ডেকেছে ঝাড়বাতি ম্যানিয়ায়
সে নষ্ট নামটি তালিকাভুক্ত ইতি ।
অদিতি চক্রবর্তী
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন