লাল শাড়িতে সাদা পার
সাদা শাড়িতে লাল পার নয়;
আজ লাল শাড়িতে সাদা পার।
রাত। চৌকিদার হাঁকছে।
প্লায়ার্স দিয়ে কেউ পেরেক তোলার প্রয়াস।
দেয়ালের ইতিহাসে যীশু হাসছে...
লাল শাড়িতে সাদা পার?
পাট করা শাড়িতে সিন্ধুকী সুবাস...
মৃত্যুগন্ধে সময়?
পালকের পর পালক উড়ে আসে...
যীশু হাসে।
ক্রুশটা পিঠে ঠিকছে।
সধবা ও বিধবা অভিধাহীন
শ্বাসে শ্বাসে দু'চোখে শুধু রাত আর লাশ।
মুক্তি নেই বাষ্পেরও
প্রেসার কুকারে শব সেদ্ধ হয়।
সেদ্ধ হয় গৃহবধূ।
অজুহাত, ঋতুস্রাব স্বপ্নেরই দাগ।
ব্যবহৃত কানি; শুধু সময় নয়,
লাল শাড়িতে সাদা পার।
পলাশ কুমার পাল
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন