চয়ন ভৌমিক



ওশো আর একুশ শতক

শরীর সুস্থ রাখুন সবাই
রক্তমাংস, ত্বকে,  বিশ্বাস রাখুন ওশোর মত।

হাসিটাসি না আসাই, স্বাভাবিক জীবন এখন।
তবুও আলোহীন ছাদে যান,
হেসে উঠুন হাহা করে সমস্বরে সব।

গরম জলে দু ফোঁটা লেবু,
আর এক চামচ মধু মিশিয়ে
শুরু হোক আপনার পানিপথের আধুনিক যুদ্ধ।

রামদেব বাবার যোগাভ্যাসের সাথে
বা পাড়ার জিমে দশ মিনিট ট্রেড মিল করে
ঝরে পড়ুক আপনার
ফলাফলহীন পরিশ্রম-দিনের প্রথম ঘাম।

বাজারে আগুন জ্বলে উঠলে পোড়ান নিজেকে,
ক্যালরি পুড়িয়ে, বের করে নিয়ে আসুন
লাঞ্চ, ডিনারের ডায়েট চার্ট।

স্বাস্থ্য সচেতনতাই ভোগের আসল পথ প্রদর্শক,
কাহিল ফুসফুসের আসল অক্সিজেন।

লাবণ্যই আসল শরীর হে মহান প্লেটো।

মনটন এসব বস্তাপচা পুরোনো ভাবনা আমাদের,
হারিয়ে যাওয়া সরল শহর, সবুজ গঞ্জের মত অসহ্য বিষয়।

কোনো বিজ্ঞাপনেই তাই, মন ভালো রাখার-
ওষুধ বাতলায়না স্বপ্নের ফেরিওয়ালারা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ