স
সময়
দেখি বৃষ্টি পড়ে আছে
দেখি রোদ্দুর পড়ে আছে
দেখি ছায়ামাখা মায়া পড়ে আছে
গাছ-গাছালি জুড়ে, পাখ-পাখালির ডানায় উড়ে।
সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে বিকেলটা গড়িয়ে নেমে গেল টুপ
ওই সবুজ বড় পাতাটার কিনার ধরে।
আর আমি হাতটা বাড়িয়ে দিলাম
দেখি আমারি হাতের তালুতে এক আশ্চর্য গলানো সোনা-রং।
একটু হলেই গড়িয়ে পড়ে যাচ্ছিল আমার হাত চলকে।
ঠিক সে সময়েই তুমি হাতটা বাড়িয়ে দিলে।
ঠিক সে সময়েই তোমার হাত ভর্তি গলানো সোনা।
দেখি ছায়ামাখা মায়া পড়ে আছে
গাছ-গাছালি জুড়ে, পাখ-পাখালির ডানায় উড়ে।
সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে বিকেলটা গড়িয়ে নেমে গেল টুপ
ওই সবুজ বড় পাতাটার কিনার ধরে।
আর আমি হাতটা বাড়িয়ে দিলাম
দেখি আমারি হাতের তালুতে এক আশ্চর্য গলানো সোনা-রং।
একটু হলেই গড়িয়ে পড়ে যাচ্ছিল আমার হাত চলকে।
ঠিক সে সময়েই তুমি হাতটা বাড়িয়ে দিলে।
ঠিক সে সময়েই তোমার হাত ভর্তি গলানো সোনা।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন