শীলা বিশ্বাস

Sila


ও মেয়ে

ও মেয়ে তুই জানতিস
তোর পুরুষ সঙ্গীর সামনেই
তোকে বিবস্ত্র করে
শরীরে গিথে দেবে দন্ড

ও মেয়ে তুই জানতিস
পাশে পড়ে থাকে পরনের শাড়ী
অর্ধমৃত শরীরের রক্ত ধারায়
লাল হয়ে যাবে

ও মেয়ে তুই জানতিস
তোর সঙ্গী প্রতিবাদী হওয়ায়
সেও ক্ষত বিক্ষত হয়ে
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ?

ও মেয়ে তুই জানতিস
মুক্ত চিন্তার কথা বললে
মুন্ড ধর আলাদা করবে
ধর্মান্ধের চাপাতি

ও মেয়ে তুই জানতিস
সত্তর দিন কি সত্তর বছর
তুই নিরাপদ নোস এমন কি
লাশ কাটা ঘরেও

ও মেয়ে তুই জানতিস
ওদের জাত ধর্ম নেই
আছে ভেক ধারী পোষা শয়তানের
স্বার্থান্বেষী  মগজের চাল।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ