অদ্বৈতদর্শন
বিবাদ বেঁধে ওঠে ক্রমশ বিপন্নতায়
উগ্রপন্থায় অবনত হয়ে ওঠে সময়
মৃত্যুভূমির রঙ বদলে আসে
নষ্ট উপত্যকায় ধর্মগ্রন্থের পাঠ ধরা চলে..
একটি নির্লজ্জ হত্যালীলা!
মোমবাতি মিছিলে ঈশ্বরের পাশাপাশি
হেঁটে চলেন আল্লাহ
নীরবতা পালন করেন
স্তব্ধতা নেমে আসে
অদ্বৈত ধ্রুব হয়ে ওঠেন..
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন