হরিৎ বন্দ্যোপাধ্যায়

Harit






             
ভারতবর্ষ ২০১৬ 

নদীর তীরেতে দাঁড়িয়ে আমরা সকলে
আশায় আছি এখনই আসবে নৌকা
হঠাৎ নদীতে দু'কূল ছাপিয়ে বান
সকলেই আছি হারিয়ে গিয়েছে নৌকা ।
আর কতকাল এভাবে দাঁড়াব আমরা
দাঁড়াতে দাঁড়াতে পায়েতে শিকড় গজায়
চারিদিকে চলে রক্তের হোলি খেলা
নিজেরই পুকুর অন্য মানুষ মজায় ।
সুদিন আসবে বলেছিল যারা একদিন
তাদের বাণীতে ঝুলছে শতেক তালা
বছর প্রতি শুধুই একটু স্মরণ
ফুল বেলপাতা আর কয়েকটা মালা ।
সুস্থ যা কিছু শ্বাসরোধ করে তারা
লঙ্কার  সব রাবণেরা এদেশে এসে
দিন চলে যায়, মানুষেরা চুপচাপ
আমরা বসি আপোস পাশে এসে ।



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. আপোস করে চলবার প্রবৃত্তির এমন criticism বেশ ভাল লাগল ।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন