বিউটি সাহা



"বড়ই ভয় -রাস্তার"


সকালের রাস্তাটা কি সুন্দর দেখো
যেনো মায়াময় এক স্নিগ্ধ চাহনি।
বেলা যত বাড়ে, খাঁ খাঁ দুপুর
শ্রান্ত ক্লান্ত চোখে চেয়ে থাকে।
মাঝে মাঝে ছায়া ফেলে যায়
কোনও বহুতল বা বড় গাছগাছালি।
পড়ন্ত বিকেলের রোদে রাস্তাটাকে যেনো
খানিকটা উদ্ভাসিত দেখায়, ক্লান্তিটাও উধাও।
সারি সারি দুঃখ শোকের গাড়ী,
আনন্দের গাড়ী,কর্পোরেশনের গাড়ী,
চলে যায় রাস্তার বুকের উপর দিয়ে
কত বিচিত্র আওয়াজ তুলে।
আস্তে আস্তে রাস্তা এগোয় রাতের দিকে
অথবা রাতটাই নেমে আসে রাস্তায়।
নিঝুম রাস্তা রাতের অন্ধকারে ঢাকা
বড় বড় নিয়ন বাতিগুলো অবশ্যই সাথী।
তবুও রাতের রাস্তা বলে আমি একা
বড় ভয় করে আমার,বড়ই ভয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ