আপনি কি কম্পিউটারে বাংলা ফন্ট দেখতে সমস্যার সম্মুখীন? অক্ষরের বদলে পর পর স্কয়ার বক্স অথবা বাক্যে যুক্ত অক্ষর গুলি ভেঙ্গে যাচ্ছে ? বিস্তারিত পড়ুন এবং ক্রমিক নাম্বার অনুসারে আপনার কম্পিউটারে নির্দেশ গুলি প্রয়োগ করুন। সঠিক ভাবে কাজ গুলি সম্পন্নে -কম্পিউটার অথবা ওয়েব ব্রাউসারে বাংলা ফন্ট দেখতে বা লিখতে আর কোন সমস্যাই থাকবে না।
১। সর্বপ্রথম, এই বাক্যে AVRO লিঙ্কে ক্লিক করুন। AVRO software from this link. । ক্লিক করার পর স্বয়ংক্রিয় ভাবে আপনার কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে সফটওয়্যারটি ডাউনলোড হবে।
২। কম্পিউটারের ডাউনলোড ফোল্ডার থেকে সফটওয়্যারটি ইন্সটল করুন।
৩। ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে কম্পিঊটারটি রিস্টার্ট করুন।
৪। কম্পিঊটার এবং ওয়েব ব্রাউসারে এই মুহুর্তে সবচেয়ে জনপ্রিয় বাংলা ফন্ট ''আদর্শলিপি'' এবং ''সলাইমানলিপি'' ডাউনলোড করতে এই বাক্যে AdorshoLipi > AdorshoLipi এবং SolaimanLipi > SolaimanLipi লিঙ্ক গুলিতে পর্যায়ক্রমে ক্লিক করে ডাউনলোড করুন। এবং ডাউনলোড ফোল্ডার থেকে পর্যায়ক্রমে ইন্সটল করুন। অথবা ডাউনলোড ফন্ট ফোল্ডারটি কপি করে কম্পিউটারের C Drive > Windows > Fonts folder তে পেস্ট করুন।
৫। সর্বপ্রথমে AVRO সফটওয়্যারটি ইন্সটল করায় কম্পিউটারের স্ক্রিনে ( উপরের দিকে ) নিম্নবর্তী রূপ একটি মেনুবার দেখা যাবে। ছবিতে তীর চিহ্নিত Avro Settings অপশনে মাউস ক্লিক করে Font Fixer:Set default Bangla font. করুন।

৬। SolaimanLipi ফন্টটি সিলেক্ট করে Fix It ক্লিক করুন।

৭। কম্পিউটারটি রিস্টার্ট করুন।
উপরে উল্লেখিত নির্দেশে আপনার কম্পিউটারে বাংলা ফন্ট সঠিক ভাবে ইন্সটল করার পর , গুগুল ক্রম এবং মজিলা ফায়ার ইন্টারনেট ব্রাউসারে বাংলাফন্ট সঠিক ভাবে দেখতে এবং লিখতে নিচের নির্দেশ লক্ষ্য করুন।
FOR MOZILLA FIREFOX:
a) Click Tools> Options [in older versions] or Firefox Button> Options [in newer versions].


b) A new window will come up. Click on Content Tab.

c) Then, Select Default font to SolaimanLipi/Siyam Rupali/AdorshoLipi. Then Click the ADVANCE button…

d) Again, a new window will come up. It will look like this:

e) Configure that window like the below screenshot. Then click OK. Click OK on the previous window also.

FOR GOOGLE CHROME:
a) Click on the option icon. You will find the icon on the upper right corner of the browser.

b) Now, select Settings.

c) Scroll to the last option on the settings page (Show Advanced Settings…).

d) After clicking that link, scroll further down to get the view like the below screenshot. Click on Custom fonts button.

e) A new window will appear. Configure that window like the below screenshot. You can use Siyam Rupali or AdorshoLipi also. But, SolaimanLipi looks better. Click the DONE button after configuring.

উপরে উল্লেখিত নির্দেশ সমাপনে, আপনার কম্পিউটারে অথবা ইন্টারনেট ওয়েব ব্রাউসারে বাংলা ফন্ট স্পস্ট এবং সঠিক রূপে দেখতে এবং লিখতে পারবেন।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন