কবিপ্রণাম
সত্য ও সুন্দরের পূজারী হে কবি
বিশ্ব-চরাচরে চিরভাস্বর, অম্লান তোমার ছবি।
বিশ্বকবি তুমি; কবিদের গুরু
তোমার পদাঙ্ক অনুসরণে অধুনা কাব্য-বয়ন শুরু।
আজ তুমি নেই জোড়াসাঁকো, গোয়া কিংবা কাশি
তবু হৃদ-অলিন্দের তুমি যে প্রতিবাসী!
কবিতার সাম্রাজ্যে তুমি সম্রাট, অনন্য
আমার এ প্রীতিমাল্য তোমার চরণে হোক ধন্য।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন