রিঙ্কি বোস সেন | পরিবর্তন

"The only constant in life is change."

উক্তিটি প্রাচীন গ্রীক দার্শনিকের। কিন্তু এই উপলব্ধি আমাদের সকলের। জীবন পরিবর্তনশীল। আর এই প্রক্রিয়া পুরোদস্তুর প্রাকৃতিক। প্রকৃতির নিয়মেই জীবন এবং জীবন গল্পের যাবতীয় অধ্যায়-উপকরণ প্রায় সব কিছুই সময়ে সময়ে বদলে যায়, পরিবর্তিত হয়।সবই সাময়িক, সবই অনিত্য এবং অনিশ্চিত। নিত্য এবং নিশ্চিত বলতে যদি কিছু থাকে তাহলে শুধু সেই পরিবর্তন। পরিবর্তন আসে, আসবে।

এই পরিবর্তনের কর্মকাণ্ড সর্বস্তরেই লক্ষ্যনীয়... আমাদের শরীর, মন, চিন্তা, ভাবনা, বিচার, আদর্শ, ব্যক্তিত্ব, অবস্থা ইত্যাদি থেকে শুরু করে আমাদের সম্পর্ক এবং সম্পর্কের রসায়ন- সবকিছুই পরিবর্তনের আওতায় পড়ে। সময় বদলায়, তার ছুতো ধরে মানুষ বদলায়...আবার মানুষ যখন বদলায় তখন জীবন বদলে যায়। আজ আমি যা ভাবি, আগামীকাল তেমন আর ভাবি না। আজ যে আমায় ভাবায়, আগামীকাল সে আর আমায় তেমন ভাবায় না...এমন তো আকছার হয়।

অবাক লাগে এই একটা জন্মেই আমাদের কতবার জন্ম হয় ভেবে! কতবার আমাদের এই 'আমিটা' ভেঙেচুরে নতুন আদলে, নতুন আদর্শে গড়ে ওঠে...আরও একবার ভাঙবে বলে...আরও একবার নতুন করে গড়ে উঠবে বলে। 

এই ভাঙা-গড়ার খেলাই তো পরিবর্তন, যা আমাদের ভিতরে-বাহিরে অহরহ ঘটছে, ঘটবে। নতুন মুখ ভেসে উঠছে পুরনো মানুষদের ঘেরাটোপে। অচেনা মানুষ দেখছি চেনা মানুষের অবয়বে। এইভাবেই চলার পথে অনেক কিছু বদলে যায়, টেরও পাই না অনেকসময়। আবার কখনো কখনো ভীষণভাবে টের পাই...বুঝতে পারি বদলে যাচ্ছে, বদলে গেছে।

যেকোনো পরিবর্তন প্রাথমিক স্তরে বেশ একটা পরীক্ষার মধ্যে ফেলে দেয় আমাদের। তা সে পরিবর্তন আনন্দের হোক, কী ব্যাথার। যেকোনো নতুন পরিস্থিতি, তা সে কাঙ্ক্ষিতও যদি হয়, একটা সাময়িক অস্বস্তি নিয়ে আসে। তা সে শখ করে কেনা নতুন জামা বা জুতো হোক বা পছন্দের মানুষকে বিয়ে করে তার সাথে সংসার করা হোক। নতুন জামার মধ্যে নরম আমেজের অভাব, আর নতুন জুতোর দেওয়া ফোস্কা সাময়িক অস্বস্তি দেয় বৈকি! আবার চেনা মানুষের সাথে অচেনা সংসারে হাজারো অস্বস্তি!

কিন্তু প্রাথমিক স্তরের এই অস্বস্তিগুলি কেটে গেলেই সব ঠিক হয়ে যায়, স্থির হয়ে যায়। সব অস্বস্তিই অদ্ভুতভাবে একদিন খুব আপন হয়ে যায়... ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। আমরা মানুষ অভ্যাসের দাস। এই একটা দাসত্ব আছে যেখানে আমাদের জীবনের অবনমন ঘটে না, উত্তরণ ঘটে। এই দাসত্ব শোষণের প্রতীক নয়, পোষণের প্রতীক। অভ্যাসের প্রতি দাসত্ব আমাদেরকে একটু একটু করে পুষ্ট করে,রসদ জোগায় টিকে থাকার লড়াইয়ে মাটি কামড়ে পড়ে থাকতে।

পরিবর্তন অবশ্যম্ভাবী। পরিবর্তন অনস্বীকার্য। পরিবর্তন কষ্ট দিলেও মেনে নিতে হয়। চেনা পরিস্থিতি বদলে গেলে নিজেকে আরও একবার বদলে ফেলতে হয়। আর চেনা মানুষ বদলে গেলে তাকে আরও একবার চিনে নিতে হয়। কিন্তু যত যাইহোক মেনে নিতেই হয়। সবাইকেই, সবকিছুকেই। আমাদের জীবনের উদ্দেশ্য কী, তা সর্বাঙ্গীণভাবে উপলব্ধি করা সহজ কাজ নয়। তবে এইটুকু আমরা জানি জীবন একটি পাঠশালা, নানাবিধ পাঠক্রমের আসর বসে এখানে। আমরা শিখতে এসেছি, শিখছি...কখনো দেখে আবার কখনো ঠেকে।


রিঙ্কি বোস সেন | পরিবর্তন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ