নারীদিবস
বক্সের ভিতর মহান নারীদের বক্তৃতার ঝংকারে আলাদীনের আশ্চর্য প্রদীপ বেরিয়ে
এসে নারী দিবস উদ্বোধন করল ভিখারী নারীর প্লাটফর্মে
মন্ত্রী মিডিয়া কঁাসর ঘন্টা নিয়ে খোল কীর্তন ধরার আগেই
মাইকের ভিতর থেকে
মাতঙ্গিনী সুতো বেরিয়ে
এসে গলা আটকে দিল
চৈতণ্য ফেবিকুইকের জোরালো থাপ্পড়ে
লাল বাতি জ্বলা মন্ত্রীর গাড়িটার টায়ার
ছিঁড়ে গেল
বিবস্ত্রা তরুণী ধর্ষিতার মৃতদেহের অভিশপ্ত প্রতিবাদী দৃষ্টিতে
মোমবাতি তখনও লুকানো ছিল
পতিতালয়ের অসহায় বেডসীডে
অফিসে ইংলিশ জানা শর্টস পরিহিত সুন্দরী বৌ, দশটা এফ এম রেডিও বয়ফ্রেন্ড ভাগাভাগি করে
রেডিও মিরচি মুরগা কমপিটিশন চালায়
মধ্য দুপুরের ছলনাময়ী যৌবন উত্তাপে
কালো প্রাইমারী টিচার মহিলা গলায় দড়ি দেয় বাবা মা প্রতিবেশি বন্ধুদের টিপ্পনীতে
১৪বছরের গরিব মেয়েটির কালো ওড়নার ফাঁক দিয়ে পঙ্গু বাংলা ই দেখা যাচ্ছে
ষোল বছরের পর ওই ওড়না ছিন্নভিন্ন
হয়ে যাবে পুরুষতন্ত্রের হাতে
কোন এক বাসররাতের বুককঁাপানো যুদ্ধে
হারিয়ে যাবে
প্রকৃতি সবুজ সরল যৌবন
খেলার মাঠের কাবাডি খেলার লুকোচুরি
জ্যামিতি বক্সের ত্রিকোণ মিতি
রবীন্দ্রনাথের শেষের কবিতা
কোন এক দাম্ভিক পুরুষের বিছানাতে
স্বার্থপর কাতলা মাছের ঝোলের সংসারে
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন