মৌসুমী মিত্র ( বৈদ্য )



বর্ষগতি


জীবন থেকে আরো একটা বছর
বিদায় নিল ৷
এগোচ্ছি আমি, এগোচ্ছো তুমি
এগোচ্ছে সময় ৷
এগোচ্ছে উন্নয়নের উষ্ণায়ন ৷

গাছের বাকলে, শিকড়ে লেখা
অগ্রগতির গল্পকথা,
ইতিহাসের স্তম্ভ ওরা হাড়েমজ্জায় ৷
গুনতি কোরো না, লজ্জা পাবে
গুনতিতে উঠে আসবে ধিক্কার ৷

শতাব্দীর পর শতাব্দী ধরে ধরে
যতটা এগিয়েছি আমরা,
যতটা এগিয়েছে সময়,
পিছিয়েছি তার অনেক গুণ বেশি -
ময়নাতদন্তে সময়ের লাশ ৷

শীত নয়, বসন্ত নয়,
গ্রীষ্মের দাবদাহ বছরের আকাশে
কৃষ্ণচূড়ার গায়ে আঁকা ভালবাসার কথা
ডেকে বলে বসন্ত এসেছে ৷
দাবদাহে জ্বলে জ্বলে আমরাও বলি
বসন্ত এসেছে ৷
বসন্ত আসে বসন্ত যায় সময়ের চক্রে
গাছেরা লজ্জা পায় ৷
এগোনোর কথা ছিল, কথা রাখিনি
তুমি, আমি ও সময় পিছিয়েছি
সরীসৃপ হয়ে ৷৷


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ