মাহমুদ নজির



ফিরে দেখা


ভুলক্রমে ভুল ভাবনা নিয়ে
পরে আছি ফাঁদে,এই গ্রীষ্মের দিনে
মন বিষিয়ে ওঠছে খুব!
পোড়াচোখ, ক্লান্ত শরীরজুড়ে
নোনতা ঘাম... গাণিতিক সূত্রগুলো
যতই মুখস্থ করছি ভুলে যাচ্ছি সব।
এলোমেলো ভাবনাগুলো
বড় অসহায়,ঠিকঠাক তাল দিচ্ছেনা।
ঘুরেফিরে ভুল পথে মোড় নিচ্ছে বেঁকে। তোমার উপর অভিমান করে যেই ঘর ছেড়েছি সেই থেকে
শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি রোজ। নিদারুণ বিষণ্ণ বুকে
ক্রমাগত জড়ো হচ্ছে কষ্টের পাহাড়!
আর অদূরে শূন্যে মিলিয়ে যাচ্ছে
প্রতিদিন লিখে রাখা কবিতার খসড়া
নিসঙ্গ ; একা হয়ে যাচ্ছি আমি।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ