বুদ্ধদেব দাস





বসন্ত 


কুহু কুহু কুহু কোকিলের গান
শুনে ঘূম ভাঙ্গে খূব ভোরে।
আকাশে বাতাসে ফুলের সুবাস
এল মধুমাস এল রে।।

প্রজাপতি দুটি ডানা মেলে
ঊড়ে যায় কোন বাগানে।
ফুলের মধু পিয়ে কালো ভোমর
ঝিম হয়ে পড়ে আঘ্রানে।।

কচি কচি সবুজ পাতায় ঢাকা
সদ্য ফোটা লাল নীল কুঁড়ি।
হেসে ওঠে তারা ঝিকমিক হাসি
খুঁজে আনা ভার তার জুড়ি।।

সারা আকাশ জুড়ে রঙের খেলা
রঙিন লাগে আজ এই পৃথিবী।
তুমি আছো তাই ফাগুন আছে
হারিয়ে গেছে আর সবই।।

মোর উদাস পাগল মন উড়ে চলে
ভাসিয়ে মেঘের সাদা ভেলা।
চারিদিকে ফোটা ফুলের মেলা
এল যে বসন্তের বেলা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ