ভালোবাসা
আমরা যুদ্ধে মেতে উঠি
রমণের মধ্যে যেভাবে আঁচড়াই নখবিদ্ধ করি
দুহাত গলার পাশ বেয়ে ঘাড় ছুঁয়ে চেটোয় তোমার মুখ তুলে ধরে
খননের নেশায় খনিত্র বিদ্ধ করি
তোমার কোমলতম স্নিগ্ধতায়
যুদ্ধের পর একটা দারুণ ভালোবাসব আশায়
এইসব আঘাত করা যেভাবে
ডিনামাইট ফাটিয়ে পাহাড় কেটে ঝরণা নামে
আমরা লড়াই কিংবা প্রেমে মেতে উঠি ... মূর্খ
একে ভালোবাসা বলে
জয়া চৌধুরী
Reviewed by Pd
on
মে ০৮, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
মে ০৮, ২০১৬
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন