আব্দুল আজিজ



কোলাহল

                                     
রাতের বিষন্নতা মুছে ফেলে
মাতলো আকাশ, বাতাস চিত্ত কোলাহলে,
সকল সভ্যতার অসভ্যতাকে
কাছে টেনে নিয়ে কে যেন রাত্রি মায়ায় বাজায় বাশুঁরীর সুর।
কেঁদে ওঠে -
ঘুমিয়ে থাকা পেঁচার ছানা
বাদুড়ের আধাঁরে আহারের খোঁজ,
মানব সাড়া তেমন নেই
নেই কর্ম খোঁজে বেকারের আজাহারি করুন হাহাকার।
কোলাহলে মাতবে আবার মর্তলোকের মর্তলীলা।
ভিক্ষুকের কাটবে বেলা ভিক্ষা করে
জেলের মাছ ধরে,
কুমোরের কাদামাটি নিয়ে
কামারের কাজ আদি অস্ত্র তৈরিকরণ লোহা পিটিয়ে,
চাষা মুখে অন্ন জোগাবে বলে সারাদিন খেটে মরে ক্ষেতে।
বাউল সাধে নিত্য সুরে গান,
মাঝি বায় রাঙা তরী ভাটিয়ালি গেয়ে।
শহর উস্ন হয়ে ওঠে যানবাহনের ধোয়ায়
আর মানুষের চাপে,
শিক্ষক, ছাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ে করে বিরাজ।
কভু চরম কোলাহলে রক্তে রেঙে ওঠে রাজপথ,
শংকর জাতির মাঝে হাজার ভেদ মতবাদ।
সুর্য হয়ে ওঠে ক্লান্ত
নামে আবার বিষন্ন রাত,
আমি জানি এ রাতে ও কোলাহলে মাতে
গোয়ালন্দের দৌলতদিয়ায় রঙিন বেশ্যাপল্লি,
যেখানে সাধু - অসাধুদের সমানে বিরাজ
কি রাত কি দিন?
যেথায় সর্বদা কোলাহলময় জীবন রঙিন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ