সোনালী ব্যানার্জী




দ্য রয়েল বল


ইচ্ছা হয়েছিল
ঠিক তেমন করে ছোঁয়ার
যেমন করে আগুন খড়কুটো ছোঁয়

কিন্তু সময়ের বালি বড় দ্রুত নামে
রাত বারোটার ঘন্টা বাজতে বাজতেই
সমস্ত ম্যাজিক শেষ

এবার আয়নার মুখোশ খোলার পালা
একের পর এক
খসে গেল নিপূণ রূপটানের কারুকাজ

নাচঘরের কাঁচ-কাঁচ মেঝেয়
রূপসীদের এলোচুলের ছায়া
যেন মেডুসার পোষা সাপ

পালিয়ে আসার আগে
একবার পিছু ফিরে দেখেছি
রাজপুত্রের মাছের মতো চোখ ছিল ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ