লগ্নস্রষ্টা বোবা নদী
যে নদীর পাড়ে কেউ কোনোদিন বসতে আসেনি, আসেনি কেউ গান গাইতে
সেই নদী আমি
এক লগ্নভ্রষ্টা নদী।
তোমার ছিঁড়ে ফেলা গীতবিতান থেকে যার জন্ম
যার ঠোঁট নেই, দেহ নেই, নেই অবয়ব
আছে শুধু দুটো চোখ।
পাষাণী অহল্যাদের বুকের ভেতরে যে আদিম নিশ্বাস থাকে
সেই অক্সিজেন বুকে নিয়েই আমার জন্ম
আমার পরিচয় আমি সেই লগ্নস্রষ্টা বোবা নদী।
তুমি জানো -
আমার কোনো সুর নেই, সন্ত্রাস নেই
আমার চোখ জুড়ে জেগে আছে কেবল
জীবনের বিপন্ন বিস্ময়।
তুমি ভেবেছো নদী মরে গেছে
তাই যে রাত্রে আমার অন্ত্যেষ্টির শেষে ঘরে দিয়েছো দোর
সেই রাতই জেগে উঠেছি আমি।
কারণ -
আজ যে 'একুশের রাত'
আজ যে শহরের প্রতিটা লগ্নস্রষ্টা বোবা নদীর প্রতিবাদী হওয়ার রাত।
মনে রেখো, নদীরা মরে না তারা বেঁচে থাকে...
পৃথিবীর কোনো না কোনো কবির ধুলোমাখা পাণ্ডুলিপিতে।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন