সেদিন ক্লাসরুম থেকে স্টাফরুমের দিকে যাচ্ছি, হঠাৎ চোখ পড়ল স্কুল মাঠের দিকে। তিন চারটে ক্লাস টেনের ছাত্র জলপাই গাছের নীচে কি যেন করছে। ডাকলাম...
- কি ব্যাপার, তোরা এখানে !ওরা চুপ।
- কি ব্যাপার, তোরা এখানে !ওরা চুপ।
- কি রে বল,এখন কি ক্লাস তোদের ?
- বাংলা ক্লাস ম্যাম।
- তবে তোরা বাইরে যে ?
- না ম্যাম ,আসলে বাংলা ম্যাম আমাদের সিনেমা দেখাচ্ছেন তো এ ভি রুমে।
- সে কি ,তবে তোরা এখানে কেন, সিনেমা দেখবি না ?
আবার চুপ, এবার সুর চড়ালাম... মুখ খুলল একজন, জানো ম্যাম ,ওটা একটা পুরোনো বাংলা সিনেমা। পথের পাঁচালি... আমাদের সিলেবাসে আছে, তাই ম্যাম দেখাচ্ছেন।
- তা তোদের অসুবিধা টা কোথায় ,বাংলা সিনেমা তাই , না কি পুরোনো বলে...কোনটা।
- দুটোই ম্যাম...কি সব মাঠ ঘাট...বুড়ো বুড়ি ...ভাঙ্গা ঘর বাড়ি...ছাদ ফুটো হয়ে জল গড়াচ্ছে...শাড়ি আর ধুতি পরে ট্রেন দেখবার জন্য দুটো ভাই বোন ছুটছে...উফ্ , কি বোরিং ...বাংলাম্যাম তো বুঝতেই পারেন নি ... আমরা পেছন থেকে আস্তে করে বেরিয়ে এসেছি।
কোথা থেকে বেরিয়ে এসেছে এরা ! কাকে বলছে পুরোনো...কি শিখিয়েছি ওদের এতদিন...। মনে হল খুব জোরে একটা চড় পড়ল নিজের গালে !
ওরা বলে চলেছে, কেমন ভাষা ...বাংলা টাও কেমন যেন উদ্ভট ... নাচ নেই গান নেই... ছেঁড়া জামা কাপড়... বন বাদর...দূর , ভাল্লাগে না...।
ওরা বলে চলেছে, কেমন ভাষা ...বাংলা টাও কেমন যেন উদ্ভট ... নাচ নেই গান নেই... ছেঁড়া জামা কাপড়... বন বাদর...দূর , ভাল্লাগে না...।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন