রীতা ঘোষ


ভালবাসা কি ? 


এক শব্দ ... তুমি বর্ণ , আমি মাত্রা
এক গন্তব্য ... তুমি পথ , আমি যাত্রা
এক জাগরণ ... তুমি সূর্য , আমি কিরণ
এক যাপন ... তুমি নিদ্রা , আমি স্বপন
এক শিল্প ... তুমি তুলি , আমি কল্পনা
এক অসুখ ... তুমি ক্ষত , আমি যন্ত্রণা
এক গভীরতা ... তুমি তরল , আমি তরঙ্গ
এক মুক্তি... তুমি আকাশ , আমি বিহঙ্গ
এক দুর্যোগ ... তুমি ঝড় , আমি বৃষ্টি
এক উপভোগ ... তুমি চোখ , আমি দৃষ্টি
এক অনুভব ... তুমি পুষ্প , আমি গন্ধ
এক ভরসা ... তুমি যষ্টি , আমি অন্ধ
এক উচ্ছ্বাস ... তুমি পাহাড় , আমি ঝর্না
এক সংগম ... তুমি সাগর , আমি মোহানা !



আড়াল


ভালোবাসা অন্ধ হলে
মেঘের আড়ালে সূর্য হাসে ,
অমাবস্যায় চাঁদ হারালে
রাত্রি বিরহ সয় ,
রাধা আজও কৃষ্ণের পথ চেয়ে রয়.....
চোখের আড়াল মানেই মনের আড়াল নয় ...।



তফাত 


এতটাই দৃষ্টির তফাত ...
তুমি অন্ধকারে রাত্রি খোঁজো , আমি রাত্রির ভিতর অন্ধকার !
এতটাই বিশ্বাসের তফাত ...
তুমি মুখের কথায় ভরসা করো , আমি মনের নীরবতায় !
এতটাই অনুভবের তফাত ...
তুমি শরীরে ভালোবাসা খোঁজো , আমি ভালোবাসায় শরীর !
এতটাই ভালোবাসার তফাত ...
তোমার অহমের চাপে প্রেমের শ্বাসকষ্ট , আমার নিঃস্বার্থ উজাড় করা !
এতটাই তফাত তোমার আমার .....


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ