পরিজিৎ



ভাষাতত্ত্ব

ভাষা গুলো আর মানে না উঁচু কিংবা নিচু,
তারা অতি সতর্কে ডিঙিয়েছে প্রাপ্তবয়স্কের বেড়া।
লজ্জা তো এখন হাঁটে ছায়ার পিছু পিছু।
তাকে নিয়ে মসকরা করে দিন রাত। লাগামছাড়া।

কত সুর বেঁধেছে, ধরেছে কত আবেগ।
কখনও বা দুঃখে কখনও আবার সুখে,
লালন থেকে শুরু করে ফিরিঙ্গি সাহেব।
এ বাংলা পেয়েছিল ঠাঁই তাঁদের মুখে।

তোরা বাঙালি বলে গর্ব করবি। অথচ,
সেই বাংলা বলতে সে কি ভীষণ লজ্জা।
বাংলা বলবে এরা? খেপেছ!
বাংলা বলা মানেই নাকি জোকার সাজা।

যারা বাংলা ভুলে যেতে চাস সে তোরা ভুলে যা।
কবির কলমে চলুক আন্দোলন, ভাষা সেই বাংলা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ