মৌমিতা দে




সওয়ারি 


লাস্ট ট্রেন চলে গেলে স্তব্ধতা নেমে আসে রেল-ইস্টেশনে-
নেশাগ্রস্থ ভ্যানওলা শেষ সওয়ারি নিয়ে দিলখোলা মনে
প্যাডেলে উড়িয়ে ঝড় এ বাঁক সে বাঁক ঘুরে অন্ধকারে ঢোকে-৷
ল্যাম্পপোস্টে কাটা বাল্ব ঠিক যেন মুহ্যমান পুত্রহারা শোকে
দাঁড়ানো অশীতিপর দীর্ঘদেহী বৃদ্ধ কোনো একাকী নির্জন
জানে না সে কোন পথে রয়েছে আশার বাণী কোথায় কখন ৷
এভাবে রাত্রি বাড়ে- কথারা ঘুমোতে যায় সব কাজ সেরে-
স্বপ্নের কুঁড়িগুলো নতুন গল্প নিয়ে ঘুম চোখে ফেরে ৷
ঘুম আসে চোখ জুড়ে সুখ এসে বিলি কাটে মনে
ভোরের প্রথম ট্রেন ঘুমভাঙে রেলব্রীজে রেল ইস্টেশনে ৷



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ