গল্প

তোমার ঠোঁট থেকে নেমে আসছে গল্পের নতুন টুকরো গুলো,
আমি তুলে রাখছি ।
সাজিয়ে রাখছি যত্ন করে ।
তোমার ঘাড় বেয়ে নেমে আসা ঘামজল বিন্দু বিন্দু
আমি মুছে নিচ্ছি
শুষে নিচ্ছি যত্ন করে ।
তোমার পিঠ বেয়ে যে গল্পের টুকরো আর ঘামজল বিন্দু গড়িয়ে নামছিল
তাকে নেমে যেতে দেখলাম – অবাক ।
সে

ভালোবাসার মতো করে ডাকি
সে কাছে আসে
সে পাশে বসে
আমি ছুঁয়ে দেখি
আমি নুয়ে দেখি
এভাবে আমি দেখিনি কখনও ।
ভালোবাসার মতো করে ডাকি
সে কাছে আসে
সে পাশে বসে
সে ছুঁয়ে দেখে
সে নুয়ে দেখে
এভাবে সে দেখেনি কখনও ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন