কোয়েলী ঘোষ




বাংলা মা


আমি আবার ফিরে আসব ---
মুঠো ভরে তুলে নেবো তোমারই মাটি,
সেই সোঁদা গন্ধে ভরে নেব জীবন
আমার সোনার বাংলা-মা।

সবুজ শ্যামলিমায় দু-চোখ ভরে নেবো শান্তিতে,
পথ হাঁটবো ক্ষেতের আলপথ ধরে।
দু-চোখে মায়া-কাজল আঁকবো
আমার রূপসী বাংলা-মা।

শপথ করেছি তোমায় ভালবাসবো,
তোমার আঁচলে, তোমার ছায়ায় ---
আমার অভিমানী মন লুকাবো
আমার দুখিনী বাংলা-মা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ