সম্প্রতি এক ঝাঁক তরুণ কবি উঠে আসছে। তাদের মধ্যে দীপিকা শিকদারও স্বীয় লেখনী শৈলীতে একটা জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস। নিজের প্রতিভার প্রতি চূড়ান্ত আত্মবিশ্বাস না থাকলে এত অল্প বয়সে কাব্যগ্রন্থ প্রকাশ করার দুঃসাহস কোনও কবিই দেখাবেন না। তরুণ এই কবির উপলব্ধি পাঠককুল কে ছুঁয়ে যায়।
'রাত শেষে দেখি মাথার বালিশটা ভিজেছে অজানা বৃষ্টিতে' - এই উপলব্ধির মর্মার্থ খুঁজতে খুঁজতেই অনুধাবন করেছি 'সব প্রেম খেলা নয়' কাব্যগ্রন্থের গভীরতা । 'ভাষাহীন' কবিতাটি পড়তে পড়তে পাঠক স্তব্ধ হয়ে যায়। কবি লেখেন -
'মেয়েটার নারী হয়ে ওঠা আর হোল না
তার ছেঁড়া কাপড় জোড়ার কাজটাও
পূর্ণতা পেলো না। '
একজন নারীই পারে একজন নারীর যন্ত্রণাকে কে তুলে ধরতে। অসংখ্য ভালো কবিতার মধ্যে থেকে 'চেক মেট' কবিতাটি আলাদা করে সবার দৃষ্টি টেনে নেয়। কবি লেখেন -
'চেসের চাল টা রপ্ত করতে যখন অক্ষম
বেটা ঘোড়াটা ফাঁক খুঁজে দৌড়োবার ফন্দী আঁটত তখন
আড়াই ঘরের জায়গাতেই যেন হাঁপিয়ে উঠত সে প্রতিপদে' ।
এ কবিতা পড়ার পর মনে হয় বাস্তবিকই কবি চেক মেট করেছেন তার কাব্যগ্রন্থে। সুন্দর প্রচ্ছদ, ঝকঝকে পেপার এমনিতেই পাঠকের মন কেড়ে নেয় । তার ওপর কবিতাগুলোর সহজ বদ্ধতা আর ভাষার সাবলীলতা বই টিকে একটা অন্য মাত্রা জুড়ে দেয়।
কাব্যগ্রন্থ- সব প্রেম খেলা নয়।
প্রকাশক-পানকৌড়ি ।
মূল্য- আশি টাকা।
![]() |
- আলোকপাতে - নির্মাল্য বিশ্বাস |
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন