বৈশাখী রায় চৌধুরী














॥ রাতের রাজধানী॥ 



মনে আছে,
এমনি এক পৌষালি রাতে তোমার উষ্ণ হাত আমায় দেশ চিনিয়েছিলো
সেদিন প্রাণভরে কৃষ্ণচূড়া মেখে আমি রাধা হয়েছিলাম।
কুয়াশারা পথ দেখিয়ে
আমাদের বলেছিলো,
যাও অদৃশ্য হও।

আমি গ্রাম, তুমি রাজধানী
পার্থক্যের ছক কাটা মাইলস্টোন।
ক্লাইম্যাক্স, ইউটার্ন নিল প্রেম।

পরিচয়ের মিছিলে জমা কুয়াশা,
অদৃশ্য হলাম
আমি।
শীতের রাত মেয়েদের দেশ চেনায়
চিনলাম।

সূর্য ডুবলে জেগে ওঠে রাজধানী।

আজ সেই রাত আবার,
নাটকের শেষ অঙ্কের শেষ দৃশ্যে
আমার সামনে তুমি।

চেয়ে দেখো পথে
ওকি কৃষ্ণচূড়া নাকি তোমার ছিন্ন শির?

ভয় নেই সখা,
এতো তোমারই দেশ
কেবল
আমার রাতের রাজধানী।।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ