রিয়া চক্রবর্তী



অনেক দিন পরে সকাল এসেছে খুব শান্ত হয়ে, প্রাচীন বটের মতোই ছায়া পেতে দিয়ে। এই হৈমন্তিক কুয়াশা ঘেরা স্নিগ্ধ সকালে সোহাগে বেহাগে আলতো আদরে জড়িয়েছো আমায়। ঘুম মাখা আধা আধি চোখে তাকিয়েছি। হিমে ওমে মাখামাখি গালিচার মতো তুলোট সকালে,চোখে চোখ রেখে তাকিয়ে থেকেছি এক মনে তোমার দিকে। মনে মনে বলেছি আজকে আবার ভোর মেখেছি আদর ছোঁয়াতে। মন তার দরজা খোলে অতি ধীরে।মাঝে মাঝে চেনা চোখের অচেনা ছায়ায়, অভিমানে প্লাবণ ডাকে চোখের দুই দীঘি। যা আজ ভালোবাসায় মিশে গেছে অজানায়। 

তারপর তুমি চলে গেলে চারপাশে আস্তে আস্তে নিস্তব্ধতা মেখে নিই, বহুদূরে ভেসে যাওয়া অচেনা সুর টেনে, একে একে গুনেচলি আমার রোজ নামচা। একলা দেওয়াল কান পাতে, মন পাতে, নিঃশ্বাস থেমে থেমে শোনে যেন রূপকথা। সেই সব কথা, যা আগে কেউ শোনে নি, এখন তোমার ভালোলাগা -মন্দলাগা, ভালোবাসা-মন্দবাসা,চোখ চিনে নেয় সাঁঝ-সকালে,তোমার আদর কবিতার রেশটুকু সাথে নিয়ে , তোমার সেই হালকা ঠোঁট ঘেঁষা হাসিটাও চেখে দেখে আমার এই ঠোঁট। 

এক শব্দহীন দুপুরে রোমন্থনে চলে সমুদ্র মন্থন।  দুষ্টুমি মেখে বললে "আজ এই সমুদ্রেই থাকলো মন্দার পর্বত যাও কোথায় যাবে "। আমাকে নিয়ে বড্ড ভাবনা তোমার আমি জানি। প্রিয়তম, খুব স্পষ্ট ভাবেই আবার বলছি আমি তোমারই আছি আর তোমারই থাকবো অনন্ত অপেক্ষার পশরা সাজিয়ে।আবার যদি আসো তাহলে যাবার আগে একটু ঘুম পাড়িয়ে দিয়ে যেও আমায় স্বপ্নের, সুখের আরেকটু ঘুম। ঘুমের ভেতরে মাথার সমস্ত শিরা উপশিরা ঘিরে চলা স্বপ্নের অভিযানে শান্তির সে ঘুম। একটা একটা করে পরত সরে সরে যায় আর তোমায় খুঁজে চলি স্বপ্ন থেকে স্বপ্নান্তরে। বার বার খুঁজে চলা। এইরকম নিখোঁজ ভালোবাসা আলগোছে বারবার নিজেকে উজাড় করে দিই । চোখের পাতায় তোমার ছায়া মেখে, আলভোলা বাঁশী সুরে ভেসে যাই দূর থেকে বহুদূরে। 

মন তোমার পথ চিনে ওড়ে। বাতাসে রোদে কুয়াশায় মাখামাখি। শীতের আগমনীর গন্ধ মেশে আমার স্বপ্নে।  অনেক আলো পরে, স্বপ্নেরা ক্লান্ত হয় শেষে। অনেক ক্ষণ ঘুরে ঘুরে, স্বপ্নেরা জানিয়ে দিল ফুলস্টপ, তখন ফিরে এলাম সেই একবগগা ঘরটায়। যে মনটা কুচি কুচি হয়ে উড়ে চলে গেছিল তোমার সাথে এক পারিজাত গন্ধ মাখা হাওয়ার সাথে, শহরের আনাচ কানাচ থেকে খুঁজে খুঁজে কুড়িয়ে কোঁচড় ভরে ফিরে এলাম, একে একে গেঁথে নেবো এ লেখাটার সাথে। আর পরিয়ে দেবো সেই চিরচেনা তোমার গলায়। 

আমার মনের সবচেয়ে তুলতুলে নরমটুকুও তোমাকেই দিয়েছি। বলেছিলাম যত্নে রেখো। আমার সব চেয়ে ভাল লাগা টুকু তোমাকেই দেবো,যে কষ্টে টুপ করে কেঁদেছিলো আমার দুই চোখ, সেইটেও রেখে দেবো তোমার পায়ের কাছে। ঝলমলে সকাল, সোনাঝরা রোদ,  মন কেমন করা দুপুর,দুষ্টুমি মাখা বিকেল,গভীর ঘন রাত সব দেবো, শুধুই তোমাকে দেবো। সেই ছোটো বেলার  গ্রীষ্মের দুপুরের কুলপিমালাই, ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে ভিজে জমা জলে ভাসানো কাগজের নৌকোটাও তোমার  জন্য। হাসি-কান্না-হীরে-পান্নায় মোড়া আমার ভালোবাসা শুধুই একান্ত তোমার।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন