ফারহানা খানম











মৌটুসি


অভিমানের রঙ কি খুব নীল?
তুমি দেখনি মৌটুসির চোখে নীল মুক্তো!
এভাবেই মাধবীলতা ফুলগুলো ঝড়ে যাচ্ছে টুপটাপ
তবু কবি লিখছেন কবিতা নতমুখে।

মৌটুসি দেখে তার আনন্দ বিনাশি হেমন্ত।
নির্বাচিত সঙ্কলনের মত কিছু অভিমান
অহর্নিশি ঘুরপাক খায় মনের
ঘুলঘুলিতে।

অনির্ণেয় উৎকর্ষতায় ছোঁয় মনের আকাশ
আনন্দ!! সেতো অনিন্দ্য সুন্দর সম্পাদকীয়র মত ভাষার নৈপুণ্য!
কবি লিখে গেলেন কবিতা ।
ভোরের আলোর স্পর্শে জেগে উঠে যেমন প্রকৃতি।
মৌটুসিও জাগে ,
শুধূ কবির চোখে বাঁধে না তার সুষম পৃথিবী।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ