মৌমিতা দে








কাল কেমন একটা জেদ চেপে গিয়েছিল ৷ তোকে কাল ছিন্নভিন্ন করেছি আকাশ ৷ আমার প্রতি মুহূর্তের খবর কেন রাখতে চাইবি তুই ? তোরই তো অন্যায় ৷ আমাকে কেন হিসেব দিতে হবে মিনিট সেকেন্ডের ? তোরই তো অন্যায় ৷ তোরই অন্যায় আমাকে কেন আমার মতো থাকতে দেখলে তোর প্রশ্ন উঠবে ৷ তোকে তো বলেছি কতোবার এতো হিসেব দেওয়া পোষায় না আমার ৷ আমি ভীষণ রাফ এন্ড টাফ- তুই তো জানিস ৷ আমি ঝড়ো থাকতে ভালোবাসি ৷ তোকে সেটা মেনে নিতে হবে ৷ কতোবার এই কথা বলেছি তোকে ৷

আমি কঠিন ৷ কাঁদতে চেষ্টা করলেই হাসি উঠে আসে ৷ সেটাও তোকে মেনে নিতে হবে আকাশ ৷ কোথায় কখন আছি- কেন আছি- কখন ফিরবো- নিজেকেই বলি না সময়ে সময়ে ৷ তোকে কেন পাই টু পাই জানাতে হবে সব ? কাল যখন ভীষণ ঝাড়ছি তোকে টেলিফোনে- তুই চুপ করেছিলি- ঠায় । শেষটায় প্রমিস করেছিস- সময়ের হিসেব আর নিবি না কখনও ৷ আমি যা মানুষ- লিখে ফেলতাম আজ এই ডায়েরীর পাতায়- কেন জানাতে হবে তোকে- কে তুই আমার? কিন্তু কথাটা লেখাই গেল না আকাশ ৷ কে তুই আমার- আমি জানি না্- কিন্তু কিছুতেই লিখতে পারলাম না- তোকে আকাশ- পারলাম না রে!

কাল তোকে যাচ্ছেতাই করেছি ফোনে ৷ এপার থেকে বেশ বুঝেছিলাম তুই গুঁড়িয়ে যাচ্ছিস ওপারে ৷ তোকে তো জানি- মুখফুটে বলবি না কিছুই৷ তবু কাল বড্ড বেশি জেদ চেপেছিল- যতোটা গরল ছিল উগরে দিয়েছি কাল ৷ তোর বুকে রক্ত ঝরছিল তখন- আমি কি দেখিনি ? এতোটাই নির্মম ভাবিস আমায়? তবু কাল রক্ত নিয়ে খেলেছি আকাশ ৷ এমন খেলার অধিকার তুই ছাড়া কেউ তো দেয়নি আমাকে- এ জীবনে !

দীর্ঘ সময় পেরিয়েছে কাল থেকে ৷ একবারও খবর নিলি না আজ- কেমন রয়েছি ৷ জানি তোর কষ্ট হচ্ছে যেখানেই থাকিস ৷ জানি তোর চোখ ভর্তি জল ৷ আমি বৃষ্টি ৷ রাফ এন্ড টাফ থাকি রোজ ৷ আজ সানগ্লাস খুলেছি বারবার ৷ রুমালে মুছেছি বার বার ফোঁটা ফোঁটা জল ৷ আমি তোকে রক্তাক্ত করেছি কাল-৷ আমার আঙুলজুড়ে আজ দেখি কষ্ট লেগে আছে- ভীষণ রকম ৷ দেখে যা নিজের চোখে- বিশ্বাস না হয় !

কয়েকটা ঘন্টা মাত্র সময় কেটেছে ৷ মনে হচ্ছে কেটে গেছে যেন কতো যুগ ! আমি ভালো নেই আকাশ ৷ তোর বুকে এতো কষ্ট- বিষ গিয়ে নীলকণ্ঠ করেছে তোকে ! এতো যন্ত্রণা বিঁধে আছে ! আমারই পাঠানো বিষ ! তবু আমি জয় তো পাইনি ! আমি রাফ এন্ড টাফ ৷ আমি ঝড়ো বৃষ্টি ৷ আমি কঠিন ৷ আমি নির্মম ৷ কিন্তু আমি পাল্টে যাচ্ছি আকাশ- অন্তত এই মুহূর্তে- যখন ডায়েরীর পাতায় তোর কথা লিখছি এখন- আমি কাঁদতে চেষ্টা করলেই হেসে ফেলতাম-৷ কিন্তু এখন হাসতে চাইছি- কান্না উঠে আসছে আকাশ ৷



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ