মনীষা বিশ্বাস













আহত আবেগ

যখন ভালোবাসাকে বরণ করে
মনের ঘরে নিয়ে যাওয়ার
সময় এলো ,
ততদিনে 'কাঙালী', 'ছেলে-মানুষ', আদুরে,
অভিমানী আবেগ গুলোকে দমন করতে,
তাদের উপর একটা একটা করে পাথর চাপিয়ে
,
আবেগের জীবাশ্ম
বানিয়ে ফেলেছি নিজের অজান্তে ।
অনাহূত অনাকাঙ্খিত ভালোবাসা নিজে
এসে মনের দুয়ারে
যখন সজোরে কড়া নাড়ছে ,
তখন তাকে সৌজন্যমূলক স্বাগত জানাবার
জন্য মনের মধ্যে হাতড়াতে থাকি
আবেগগুলোকে। হাতড়াতে হাতড়াতে বুঝতে
পারলাম ;
মনের এক কোণে__
গুটিসুটি হয়ে ,
দমবন্ধ হয়ে ,
মরে পড়ে আছে-
আমার 'কাঙালী' , 'ছেলে-মানুষ' , আদুরে,
অভিমানী,
আহত আবেগেরা....


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ