ঝিলিমিলি













দিদিমা


একটি হাতের কোমল ছাপ
দিদিমার কোলে,
শতরূপের শতদল ।
দাদীমার হাতে তারার ফুল,
গেঁথে দিতে চান চাঁদের খোঁপায়,
চেয়ে আছেন জানালা খুলে ।
দাদীমার রূপ খুলে যায়,
একদিন ছোপ ছোপ হলুদের বন্যায়
খুঁজে পান নিজেকেই -
দেখেন খুলেন আর রাখেন পরানের ভেতর ,
বজরা সাজিয়ে নিজেই চলে এসেছিলেন।


অভিমান 


আজ আর কিছুই লিখতে ইচ্ছা করে না ,
শব্দের কারিগর আমি নই ,
ভাবগুলো শব্দকে তোয়াক্কা করে না ,
ভালবাসা বলে শব্দের ভেতরেই ভালবাসা গুমরে মরে -
প্রকাশের অভাবেই।


অভয়বার্তা 


কেন এই কৃত্তিম সাজসজ্জা,
নিজের চেহারাকে কেন অবজ্ঞা এত ?
যেভাবে আছ বেরিয়ে এস,
নিজেকেই নিয়ে প্রেমিকাকে বল
আমি এসেছি বিনা আভরনেই
তোমার শয্যার সঙ্গিনী হয়ে।
নিজেকেই মেলে ধর,
বিষয় আসয়ের কথা বলে
ভারাক্রান্ত হয়ো না,
সত্তার ভেতরেই সাঁতার কেটো
অভিমান যা আছে  নিজের পরেই-
 আর কর না।
ভালবাসায় ভুল কর না্,
তুমি আর আমি ,
সময়ের কতই না অভাব,
হৃদয়ের সমুদ্রের সৈকতে
দেখা হয় কালে ভদ্রে,
তুমি আমি যেখানে ।।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ