সাঈদা মিমি













বেরিয়ে পড়েছি



বেরিয়ে পড়েছি শিকলের আঙটা খসিয়ে-
এখন রাত কথা বলবে,
রাজপথ, নিয়নবাতি, মোড়ের
আবর্জনায় বসে থাকা টিকটিকি...
আজ কক্ষচ্যুত কোনো নক্ষত্রকে
আলিঙ্গন করতে চাই, "একলা পুড়ছো
কেনো! আমাকেও পোড়াও..."



এই শহরে


এই শহরে বাদামী নদীর কাছে বসে থাকি,
সে আমাকে এখনও স্রোতগান; গল্প শোনায়-
কারা ছিলো? কে নেই! চেনালোক; অচেনা
চাহনি, নাটকের মায়ারঙ উড়িয়ে
দিয়েছি আজ বহুরূপী বালির বাতাসে ।
সে শহর আমার, তোমাদের
মনে রাখা, ভুলে যাওয়া, সবকিছু ফ্রেমবন্দী
সাজিয়ে রেখেছি--
শহর আমারই আছে; নদী? আগেরই মতন...





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ