আমি জেগে রই
আগল দিয়ে বসে আছি
চোরাবালির নিচে,
ভরন্ত বাউলনামা ডাকে নির্বাণ নাটে
আমি আঁশের চাদর পরে রই;
ডাক দিলে সবাই নক্ষত্র হয়ে যায়
পঞ্চভূতের বসতবাটি -
বেহেস্ত হয়,
আমি স্তনবৃন্তের নিচে
জেগে রই,
খেলাঘর পড়ে থাকে
পাতার গন্ধ বুকে নিয়ে;
খঞ্জনি-যাত্রা, গোর ভুলে
আমি-- কাঁচের চুড়ির নিচে
জেগে রই...
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন