ও হ্যামলিনের বাঁশিওয়ালা!
তোমার ওই কবিতার কেউ নই, কখনো ছিলাম না
তবু হাত বাড়িয়েছিলে আমার দুহাতে,
তারপর আমার ভুলভাল অক্ষর, আকাট শব্দেরা
তোমার পিছনে ছুটেছে, ও বাঁশিওয়ালা!
ধূসর শংখের বুকে আজ আমি কবিতা লিখিনা।
এখন সেই সুপুরি গাছটা একা একা ভেজে
আজকাল ওর দেওয়ালে কোন ছায়া নেই দ্যাখো!
চারপাশ চেপে এলে বড্ড হাঁসফাঁস লাগে ওর
একটা অন্ধকার পেরিয়ে, আরেক কালোতে
বোকা গাছটা ডুবে যাচ্ছে একদম একা..
হ্যামলিনের বাঁশিওয়ালা! বাঁশিটা কি বাজাবে না!
1 মন্তব্যসমূহ
ভীষন ভালো লাগা।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন