কালবেলার কবিতা
কী দিয়ে তোকে সাজাই বল কী দেব তোকে আজ
রক্তপাত আর হিংসা-দ্বেষে রণসাজেই সাজ
শরীর জুড়ে বাঘ নখ আর রক্তে সাপের বিষ ,
বারুদ গন্ধ ও বুকে তোর , 'কাল'কে ধরেছিস
'কাল'ধরা তোর কাল হয়েছে , মুখ গিয়েছে পুড়ে ,
ভাঙছে শব্দ লাবণি রূপ , খাচ্ছে কুরে কুরে
এই জীবনটা দেহের ভেতর , বাইরে জীবন কই ?
থাকলে জীবন দিতাম তোকে ,জীবন দিতাম সই
যুদ্ধ এবং যুদ্ধ দিয়েই মহাকাব্য লেখা ,
প্রাচীন সেই জীবন গাঁথায় কিছু কী গেল শেখা ?
কালের ফাঁদে হারায় কত অযুত -কোটী 'আজ' ,
যুগে যুগেই কাব্য কথার অলক্তরঙ সাজ
কাল'কে হিসাব কাল দিবি তুই ,আজ যে বরবাদ !
প্রেমের সাজে সাজলে পরে ঘটে কী পরমাদ ?
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন