রীতা ঘোষ

rita


















পেঁয়াজ-ই-নামা

পেঁয়াজের ঝাঁঝে চোখে জল
নতুন কথা নয় ,
পেঁয়াজ কিনতেও আজকাল
চোখের জলে নাকের জলে হতে হয় !

পেঁয়াজের কদর দেখে,
আলুর মুখ ভার
একই মাটির নীচে,
তবু ভিন্ন কেন দর !

অহংকারী পেঁয়াজ বলে,
নিজের দিকে তাকা ...
সেপলেস , কালারলেস ,
অঙ্গে মাটি মাখা ।

ব্লিচড হেয়ার , সুডৌল তনু,
রঙিন পোশাক পড়া
স্তরে স্তরে ঝাঁঝালো যৌবনে ,
প্রেমিক দিশাহারা !

আমি বিনা ফিকে স্বাদ ,
বিরিয়ানী হোক বা কারি
দারিদ্রের হেঁসেলেও সমাদৃতা ,
পান্তাভাতের সাথী ।





রীতা ঘোষ রীতা ঘোষ Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.