রীতা ঘোষ

rita













অন্ধকার 



আহ ! আলোগুলো সব নিভিয়ে দাও
জানলা দরজার পর্দাগুলোও টেনে দাও ...
কারোর মুখ দর্শন করতে চাই না আমি
ওগুলো মুখ নয়, সব মুখোশ ...
জীবনের অন্ধকার দিনে ওরা প্রকট ।
আলোর পৃথিবীতে আমি অন্ধ!খোলা চোখে দৃষ্টিহীন!
চোখ বুজলেই মনের আয়নায় ভয়ঙ্কর প্রতিচ্ছবি
মুখোশের আড়ালে কদর্য চেহারার লুকোছুপি!
এখন আমি অন্ধকারের প্রেমিকা ,
আঁধারের বুকেই হারিয়ে যেতে চাই তাই ...
নতুন করে বাঁচতে চাই, খুঁজতে চাই, ভাবতে চাই ...
গভীর মগ্নতায় ধীরে ধীরে অবগাহন 'আমি'তেই
ঝলমলে আলোক কুণ্ডে স্বয়ং ঈশ্বর বিরাজমান অন্তঃপুরে,
প্রতিধ্বনিত অন্তরাত্মার আওয়াজ ...
'' চাইলেই তুমি সব পারো - তোমাতেই উৎস, তোমাতেই ধ্বংস…''
এখন আঁধারই আমার ঠিকানা, আঁধারেই বিচরণ ...
অন্ধকারের গর্ভেই আমার নবজন্ম, পুনর্জীবন !!


মৃত্যু 



আমি রোজ মৃত্যু দেখি ...
একটি পাতার ঝরে যাওয়া
একটি ফুলের লুটিয়ে পড়া
একটি মুহুর্তের অবসানে ...
সময়ের ঢলে পড়া !

আমি রোজ মৃত্যু দেখি ...
একটি তারার খসে পড়া
একটি শিখার নিভে যাওয়া
একটি রাতের শেষ নিঃশ্বাসে ...
একটি দিনের মরণ পালা !

আমি রোজ মৃত্যু দেখি ...
একটি আশার, একটি আকাঙ্ক্ষার
একটি কামনা, একটি বাসনার
একটি খুশীর, একটি সম্পর্কের ...
একটি মনের, হৃদি অনুভবের !

তবু বেঁচে আছি বিশ্ব মর্গে
বিয়োগ ব্যাথায় পাথর হয়ে
মৃত্যুর ঠোঁটে চুমু খেয়ে ...
জীবন্ত লাশ হয়ে ...!


সংগম



প্রতিটি নদীর নিজস্ব গতি আছে ,
আছে নিজস্ব বাঁক
প্রতিটি সাগরের ভিন্ন গভীরতা ,
ভিন্ন ঢেউয়ের মাপ ।
জীবন পথে তবু চলতে চলতে
সকল বাধা বিঘ্ন অতিক্রান্তে ...
কোন কোন নদী ছুঁয়ে দেয় শেষে
সাগরের বাড়ানো হাত …

আজ এমনই মিলন রাত !




রীতা ঘোষ রীতা ঘোষ Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.