সামনে রুপোলী শরীরে স্থির নির্বাক ঢেউ।
গল্প হলেও সত্যি ছবিতে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত অভিনীত চরিত্রটি একটি শব্দ ব্যবহার করেছিল ‘শকিউমেন্ট্রি’ (Shockumentary)। মনে আছে? ওপরের এই অংশটি পড়তে পড়তে ঠিক সেই শব্দটা মনে পড়ে গেছিল আমার। পাঠকের জন্যে এমনই এক একটা বাক্যে, অংশে... ছড়িয়ে রয়েছে শক। ওই চেতনার শকটা দরকার। বাংলা গদ্য এবং বাণিজ্যিক পত্রিকায় প্রচলিত গল্পগুলির মধ্যে সাহিত্যের এই ধারাটা ক্রমেই ম্লান হয়ে আসছে।
আলো। আলো। আলো অন্ধকার হেলান দেওয়া সমাজের বুকে ঋষির এই কাব্যগ্রন্থ এক অনন্য ভূমিকায়। নতুন এক ঝাঁক কবিদের মাঝে ঋষির লেখা চিরকালীন আলোর ঝরনা অন্ধকারে বিরুদ্ধে। শহর ,দেশ ,সমস্ত অব্যবস্থার বিরুদ্ধে ঋষির লেখা এক অন্যনো নজির আমার মতে।
বইটি যখন কিনেছিলাম, কবিতার বই হিসেবেই কিনেছিলাম। তারপর পড়তে শুরু করলাম, প্রথম কবিতা থেকেই। পড়তে পড়তে একসময় মনে হ’ল... এখানে কোনও সীমানা নেই। কবিতা গিয়ে মিশেছে সমাজের অন্তরে ,মানুষের মনের চিলে কোঠায়... বয়ে গেছে এক খাত থেকে আর এক খাতে। ঠিক জমির প্লটের মত টুকরো টুকরো ছবি চোখের সামনে । একটা ভেসে যাওয়া আছে। যেমন ধরা যাক, এই অংশটি-
একটু একটু করে সরে যাচ্ছে রাত
যেমন সরতে থাকা দূরত্বের কল্পনাতে অবিশ্রান্ত ভয়।
প্রতিকী বলে এখানে কিছু নেই
শুধু আশ্রয়ে লোকানো পরম প্রিয় পাওয়ার স্পর্শে
আমার কবিতারা ডুকরে কাঁদছে।
.
ঠিক এই ভাবেই, চিন্তার এক একটা স্তর প্রত্নতাত্ত্বিকের মত খনন করা হয়েছে এক একটা কবিতায়। সত্যিই কাব্যগ্রন্থটির সব ক’টা কবিতা ‘এক নিঃশ্বাসে শেষ করে ফেললাম’ বলা যায় না। কারণ এক নিঃশ্বাসে পড়ার নয়... পড়তে পড়তে কিছুক্ষন নিজের মধ্যে হারিয়ে যাওয়ার মত লেখা। আর হ্যাঁ, এত কথায় ভাসতে ভাসতে আসল কথাগুলোই বলা হয়নি... যে কাব্যগ্রন্থটির কথা বলছি এতক্ষণ, কাব্যগ্রন্থটির নাম " এক মুঠো আলো " কবি ঋষি ( অসময় প্রকাশন থেকে প্রকাশিত, মূল্য - ৮০ টাকা)।
![]() |
| পরিচিতি |
ঋষি
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:



কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন