জিনাত ইসলাম

jinat












ধারাপাত




মন নিয়ে কথা নয়
আজ হোক নতুন সংবাদ পরিবেশন
অশরীরি,শরীরি,আডভেঞ্চার,অন্ধকার
আসেছেনা নতুন কিছু আর
সবটাই ভুলের ধারাপাত আমার
ওই যে ফেরিওয়ালার হাঁক
প্রেমিকের ডাক
উহু! বেদম যন্ত্রনা
রক্তস্নানে কালো স্বামীর বিছানা
একলাদেশে হাত ধরো আমার
বেহাইয়া প্রেমিকের নাছোড় অভিমান
তারপর ভেঙেচুরে খান খান স্বপ্ন সব
কবে হবে বিয়ের তারিখটা?
পড়েছ নাকি শেষের কবিতা!
লাবন্য নাকি কেটি বলতো কে অনন্যা!
অন্ধকারে হাতের ছায়া
ও পুরুষ নোংরা ঘেঁটোনা!
ফুলশয্যায় অপূর্ন মনোবাসনা
বিশ্রী এক তান্ডবের ছায়া
বাপরে! ন মাসের অপেক্ষা
জোৎস্নার বেশে এল রাজকন্যা
ঘরে তখন ঘোর অমাবশ্যা
পরী হয়ে উঠলো একদিন বন্যা
বিষাদ জলে ভেসে গেলো মায়ের কান্না
হঠাৎ হতবাক!প্রশ্ন কিশোরীর
সাজবে আজীবন কত আর !
কুড়িতে বুড়ি বাণপ্রস্থের অভিসারী
ওহো!  ফুরিয়ে গেছি আমি
স্বামী,পরিবার,সন্তানে!
খোঁজো আমায় ডিজিটাল বৃদ্ধাশ্রমে
নয়ত কোনো ওএলেক্স  দপ্তরে।




জিনাত ইসলাম জিনাত ইসলাম Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.