ক্ষয়
মুঠো ভরা বালি , পাখির সোনালি ডানায়
বেড়ে যায় বয়সের
দিনক্ষন!
আজ নরম জমীনে যে যৌবন চাষ,
কাল কাকভোরে শিউলি আবেশে, ঝরে পড়বে হলুদ বৃন্ত থেকে!
বাধা দাওনি কেন সন্দিপন ?
সাজানো সংসারে ঘুণপোকা হয়ে
ক্ষয়ে যাচ্ছি,
তুলসি সন্ধে,জিরে গুঁড়ো, পরিপাটি বিছানায়!
একটা নরম কবিতা রাতের আশায়
উঁইয়ের বসত করিয়েছি
শরীরে !
ফিরে এসো সন্দীপন
অকাল বোধনে, ত্যাগের
মুঠো খুলে, জেগে ওঠো
শরতের গুঁড়োকাশে!
রিংকু কর্মকার চৌধুরী
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:

ভালো লিখেছিস।মনের কাছাকাছি।
উত্তরমুছুন