শামীম পারভেজ

shamim















গাছ লাগাও গাছ 


গাছ লাগাও গাছ 
করলে একে মায়া 
ভবিষ্যতে দিবে তোমায়
অনেক অনেক ছায়া 

গাছ লাগাও গাছ
দিবে সেটা ফল
তা খেয়ে সবার 
হবে শক্তি বল 

গাছ লাগাও গাছ
বসবে পাখির মেলা
পাখির মিষ্টি সুরে 
কেটে যাবে বেলা 

গাছ লাগাও গাছ
এতেই অক্সিজেন পাবো
বিশুদ্ধ বায়ু নিয়ে 
কিছুদিন বেঁচে যাবো ।



এটাই কি তাদের কাজ !

যুদ্ধ করে যুদ্ধ ক্ষেত্রে
সেনাবাহিনী মুক্তিযোদ্ধা
দেশ স্বাধীনের জন্য করে
শত্রুদের হত্যা

স্বাধীন দেশ কি শিশু হত্যা
নারী নির্যাতনের পাত্র !
এটা কি আজ অন্য রকম
হলো যুদ্ধ ক্ষেত্র !

মায়া মমতা স্নেহ শ্রদ্ধা
কোথায় গেলো আজ
মানুষ হয়ে পশুর আচরণ
এটাই কি তাদের কাজ !



এটাই মনের সান্তনা

সত্য বললে অনেক দোষ 
চলার পথে দেখি 
মিথ্যার আছে কতো দাম
তাতেই চোখ রাখি

মুখ খুলেই গালিগালাজ 
কি অকথ্য ভাষা
এরই মাঝে সুখ শান্তি 
যায় কি করা আশা

ব্যথা বেদনা ও কষ্ট 
আরো আছে যন্ত্রণা 
এরই মাঝে চলছে জীবন
এটাই মনের সান্তনা ।






শামীম পারভেজ শামীম পারভেজ Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.