
গাছ লাগাও গাছ
গাছ লাগাও গাছ
করলে একে মায়া
ভবিষ্যতে দিবে তোমায়
অনেক অনেক ছায়া
গাছ লাগাও গাছ
দিবে সেটা ফল
তা খেয়ে সবার
হবে শক্তি বল
গাছ লাগাও গাছ
বসবে পাখির মেলা
পাখির মিষ্টি সুরে
কেটে যাবে বেলা
গাছ লাগাও গাছ
এতেই অক্সিজেন পাবো
বিশুদ্ধ বায়ু নিয়ে
কিছুদিন বেঁচে যাবো ।
এটাই কি তাদের কাজ !
যুদ্ধ করে যুদ্ধ ক্ষেত্রে
সেনাবাহিনী মুক্তিযোদ্ধা
দেশ স্বাধীনের জন্য করে
শত্রুদের হত্যা
স্বাধীন দেশ কি শিশু হত্যা
নারী নির্যাতনের পাত্র !
এটা কি আজ অন্য রকম
হলো যুদ্ধ ক্ষেত্র !
মায়া মমতা স্নেহ শ্রদ্ধা
কোথায় গেলো আজ
মানুষ হয়ে পশুর আচরণ
এটাই কি তাদের কাজ !
এটাই মনের সান্তনা
সত্য বললে অনেক দোষ
চলার পথে দেখি
মিথ্যার আছে কতো দাম
তাতেই চোখ রাখি
মুখ খুলেই গালিগালাজ
কি অকথ্য ভাষা
এরই মাঝে সুখ শান্তি
যায় কি করা আশা
ব্যথা বেদনা ও কষ্ট
আরো আছে যন্ত্রণা
এরই মাঝে চলছে জীবন
এটাই মনের সান্তনা ।
শামীম পারভেজ
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন