শামীম পারভেজ

shamim










শুধু আমারই জন্য





ঘুটঘুটে কালো অন্ধকার থেকে
তুমি এলে
আমিও এলাম
দেখা নেই
নেই কথা
তবুও তুমি যে আমার জন্যই এসেছো
দুঃখ কষ্টে সুখে আনন্দে
করেছো পার শিশুকাল কিশোরকাল
রবি দেখেছো চাঁদ দেখেছো
দেখছো তারা ধ্রুব তারা
প্রকৃতি দেখেছো
দেখা নেই একে অপরে
কি অদ্ভূত নিয়ম
অথচ তুমি এসেছো আমারই জন্য
ফুলের বাগান দেখছো
আলপনা আঁকা প্রজাপতির নাচ দেখেছো
পাখিদের সুমিষ্ট সুরের গান শুনেছো
আর
হয়তো ভেবেছো আমি কোথায়
আমিও তাই
যৌবনের তীক্ষ্ম দৃষ্টি
সাজসজ্জা অংগভঙ্গি
চুম্বাকর্ষনের মতো টেনে ধরেছে
বিনীসুতোয় বাঁধা হৃদয় দু'টো
খুব কাছাকাছি এসে গেছি আমরা
ছিনিয়ে নেয়ার সাধ্য কারো নেই
কারন তুমি এসেছো আমারই জন্য
শুধু আমারই জন্য ।


শামীম পারভেজ  শামীম পারভেজ Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.