
শুধু আমারই জন্য
ঘুটঘুটে কালো অন্ধকার থেকে
তুমি এলে
আমিও এলাম
দেখা নেই
নেই কথা
তবুও তুমি যে আমার জন্যই এসেছো
দুঃখ কষ্টে সুখে আনন্দে
করেছো পার শিশুকাল কিশোরকাল
রবি দেখেছো চাঁদ দেখেছো
দেখছো তারা ধ্রুব তারা
প্রকৃতি দেখেছো
দেখা নেই একে অপরে
কি অদ্ভূত নিয়ম
অথচ তুমি এসেছো আমারই জন্য
ফুলের বাগান দেখছো
আলপনা আঁকা প্রজাপতির নাচ দেখেছো
পাখিদের সুমিষ্ট সুরের গান শুনেছো
আর
হয়তো ভেবেছো আমি কোথায়
আমিও তাই
যৌবনের তীক্ষ্ম দৃষ্টি
সাজসজ্জা অংগভঙ্গি
চুম্বাকর্ষনের মতো টেনে ধরেছে
বিনীসুতোয় বাঁধা হৃদয় দু'টো
খুব কাছাকাছি এসে গেছি আমরা
ছিনিয়ে নেয়ার সাধ্য কারো নেই
কারন তুমি এসেছো আমারই জন্য
শুধু আমারই জন্য ।
শামীম পারভেজ
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন