শামীম পারভেজ

shamim











খুঁজি তোমায়


আকাশের সোনালী রোদে
ভাসমান মেঘের ভেলায়
খুঁজি তোমায়
আঁধারে জ্যোস্নার আলোয়

ঘুরে ফিরি সেথায়
খুঁজি তোমায়
রঙ্গিন পুষ্প বাগে
ঝিরিঝিরি প্রবাহিত হাওয়ায়

খুঁজি তোমায় , বেঁধেছি হৃদয়ে নীড়
রাখবো সুখে আশায়
মুড়িয়ে ভালোবাসায়
খুঁজি তোমায় ।




শামীম পারভেজ শামীম পারভেজ Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.