ভালবাসার মৃত্যু
তৃণভূমির বুক চিরে
আঁকাবাঁকা পথ গিয়ে মিশেছে
এক সমাধিক্ষেত্রে ৷
পদচিহ্ন আঁকা মাটী
ঢাকা পড়েছে নতুন কচি ঘাসে ৷
এখানে এখন কেউ পা ফেলে না ,
ভালোবাসাবাসি খেলে না ,
বাতাসে কথা শোনা যায় না ৷
নেই কোনো হাসাহাসি ,
নেই কোনো ফিসফাস ৷
হ্যালো , শুনছো , শুনতে পাচ্ছো ?
ঐ দেখো বন্ধ কফিন ,
মাঠের প্রান্তে নির্জনে ৷
ভিতরে একজোড়া লাশ ,
হাড়গোড় জুড়ে চলছে দীর্ঘশ্বাস ৷
বাইরে একদল কুকুরের আর্তরব
মনে করছ বুঝি হা-হুতাশ ?
আসলে সবই জয়োল্লাশ -
ভালোবাসার মৃত্যু হয়েছে যে ৷৷
মৌসুমী মিত্র (বৈদ্য)
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন