মোহাম্মদ আন্ওয়ারুল কবীর

kabir














তার ছিঁড়ে গেলেও 



ভুল সংকেতে বালিকার মতিভ্রম
পান্ডুলিপি থেকে ঝরে গেছে অক্ষরগুলো
শুধু রয়ে গেছে ঘ্রাণ -
কে করে কার শূন্যস্থান পূরণ!
দেয়ালে হেঁটে চলা বিষণ্ণ টিকটিকি
সশব্দে আওয়াজ দ্যায় -
তার ছিঁড়ে গেলেও রেশ থেকে যায়।


ভালোবাসার জন্য



গভীর রাতে পান করতে শুরু করি
একখন্ড বরফজমাট ভালোবাসা
তেতো তবু স্বর্গীয় -

ফিসফিসিয়ে পবিত্র বই আমাকে শাসায়,
‘বৎস, তুমি কিন্তু স্রোতের উল্টোদিকে!’

জানি, আমার হাসা উচিৎ
আমি মাতাল, ভলোবাসার জন্য মাতাল।



মোহাম্মদ আন্ওয়ারুল কবীর মোহাম্মদ আন্ওয়ারুল কবীর Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.