জয়দীপ চক্রবর্তী

qw

স্যাডো



এখন নদীর দিকে তাকালেই-
আশ্চর্য হাওয়া আর সৌম্যতা।
তোমার পরিশ্রান্ত দীর্ঘশ্বাস,
চোখে ভাসে জ্যোৎস্নার সমাহার।
বিষাদ কাতর রাতভর,
আমার স্কুলবেলার শব্দ সকাল।
গভীর ঘুমে জলরঙের ছবির মতো-
তোমার আসাযাওয়া,
ক্ষণিক ভুলে অলীক দেখা,
কি নিবিড় বুনোন সুক্ষ্ম বাসা।
রামধনুর চিহ্নে,চিহ্নে
অশ্রুসজল জাগরণ আনো।
কল্পমনের গল্প সরিয়ে,
অদ্ভুত তুমি ঘুমিয়ে রয়েছো।

আমার মনের উঠোনে,
শীতল পাটি পাতা।
অনন্ত মনখারাপের প্রতীক্ষা।




জয়দীপ চক্রবর্তী জয়দীপ চক্রবর্তী Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.