মোহাম্মদ আন্ওয়ারুল কবীর

as





খসে কি যাবে অভিধান



সীমান্তরেখা দেখা যাচ্ছে
হাতে ধরে আছি অভিধান
এখনো চলছে আরজ আলী মাতুব্বরের সাথে গুজুর-গুজুর।

ওপারটা হয়নি দেখা
ভিসা-পাসপোর্ট পাবো কোথায় !
কেউ কি অপেক্ষায় আছে
টিয়া রঙা শাড়ীতে, নাকে নথ
আমি আসবো বলেই উনুনে চড়িয়েছে সালুন
সযত্নে রেখেছে তালপাতা পাখা হাওয়া দেবে বলে -
ঘ্রাণ পাচ্ছি আমি।

প্রহরীর চোখ ফাঁকি দিয়ে কেউ একজন নিতে আসবেই জানি
নিয়ে যাবে একমুখী পথে -
খসে কী যাবে তখন অভিধান !

মাতুব্বর তুমি কই যে গেলা !!



মোহাম্মদ আন্ওয়ারুল কবীর মোহাম্মদ আন্ওয়ারুল কবীর Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.