জীবন লোহার কারাগার
জীবন যে এক লোহার কারাগার,
যখন ভেঙ্গে পরে কষ্টের পাহার।
বাঁচতে চাই নতুন আলোর খোঁজে,
বেদনার অন্ধকারেই মন পোড়ে।
ভাবে হয়ত কেটে যাবে দুঃসপ্নের দিন,
ব্জলে উঠবে অন্ধকার আকাশে তারা।
লাগবে এসে সিন্ধ বাতাসের ছোঁয়া,
শুরু হবে নতুন জীবনের দিন।
গোধুলির রোদ গায়ে মেখে,
কাটবে সুখে রাত ও দিন।
জীবন যে বড় অসহায়,
কেটে যায় মিছে আশায়।
শুধু নেমে আসে পরাজয়!
রেখে যায় জলন্ত আগুনের দিপ শিখা,
দগ্ধ করে চলে প্রতিনিয়ত শরীর ও মন।
তবু বাঁচতে চাই,
নতুন করে ঘুরে দাঁড়াতে চাই ।
ভাঁংতে চাই অন্ধকার কারাগার,
সরিয়ে ফেলতে চাই কষ্টের পাথর হাজার।
তাই কি বলে আশার প্রদীপ ব্জালো,
হবেই আগামি আলো।
জানি না?
শুভজিত কর্মকার
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন